1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আফ্রিকার মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০ — Nobanno TV
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

আফ্রিকার মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত
আফ্রিকার মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮২০

শক্তিশালী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৮২০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

ভূমিকম্পে বহু আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটিতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। খবর রয়টার্সের

শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে ভূকিম্পে এ পর্যন্ত ৮২০ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন ৬৭২ জন এবং এ সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানেই মৃত্যের সংখ্যা বেশি।

কারণ পাহাড়ি অঞ্চল হওয়ায় ওই এলাকায় পৌঁছকে অনেক দেরি হয়েছে।

ভূমিকম্প উৎপত্তি স্থলের কাছের বড় শহর মারাক্কিস।

এ শহরে বাসিন্দারা রাতে বাসায় না ফিরে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়।

রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com