1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০০০ পৌঁছেছে — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০০০ পৌঁছেছে

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০০০ পৌঁছেছে

আফগানিস্তানে পশ্চিমাঞ্চলের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজারে পৌঁছেছে। আহত হয়েছে শত শত মানুষ। পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

আফগানিস্তানে ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে,

পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার বলে অনুমান করা হচ্ছে বলে সিনিয়র তালেবান নেতা

ও তালেবানের কাতারভিত্তিক মুখপাত্র সুহেল শাহীন আল জাজিরাকে জানিয়েছেন।

তিনি বলেছেন, এখনও অনেক লোক নিখোঁজ রয়েছেন এবং হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ধ্বংসাবশেষে আটকে পড়া লোকদের উদ্ধারে অভিযান চলছে।

আর এর ফলে গত দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শাহীন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাঁবু, চিকিৎসা এবং খাদ্য সামগ্রীর জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।

আর এই কারণে তিনি স্থানীয় ব্যবসায়ী এবং এনজিওগুলোকে সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এদিকে আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন,

ভূমিকম্প এবং শক্তিশালী আফটারশকের আঘাতে ২ হাজারেরও বেশি লোক মারা গেছেন।

ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সাহায্যের আহ্বান জানিয়ে তিনি বলেন,

ভূমিকম্পে প্রায় ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং শত শত বেসামরিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

 

এর আগে দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ শনিবার জানিয়েছিল, ভূমিকম্পে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।

পরে শনিবার রাতে ৩২০ জন নিহতের প্রাথমিক পরিসংখ্যান দেয় জাতিসংঘ। কিন্তু সংস্থাটি বলেছে, মৃতের সংখ্যাটি এখনও যাচাই করা হচ্ছে।

অন্যদিকে রেড ক্রিসেন্ট বলেছে, শনিবারের শক্তিশালী এই ভূমিকম্পে ৫০০ জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়েছে; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com