1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আফগানকে বাঁচাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান — Nobanno TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

আফগানকে বাঁচাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
আফগানকে বাঁচাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে- আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করার জন্য তহবিল ও সম্পদের অভাব;

কয়েক দশকের অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশটির লাখ লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

 

শুক্রবার নতুন সতর্কতার মাধ্যমে ডব্লিউএইচও আফগান স্বাস্থ্য সঙ্কট মোকাবেলায় সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

ডব্লিউএইচও বলেছে, নিষ্ক্রিয়তার পরিণতি হবে সর্বনাশা।

 

ডব্লিউএইচও উল্লেখ করেছে ,

যদি বিনিয়োগ বাড়ানো না হয়তবে ৮০ লাখ আফগান অপরিহার্য ও গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী স্বাস্থ্য সহায়তা পাওয়ার সুযোগ হারাবে

এবং সাড়ে চার লাখ রোগী জীবনরক্ষাকারী ট্রমা (আঘাত জনিত সমস্যা) পরিষেবায় কোনো সেবাই পাবে না।

এছাড়া, মানসিক স্বাস্থ্য সংকটে থাকা আনুমানিক ১৬ লাখ মানুষ এই সংক্রান্ত পরামর্শ ও মনোসামাজিক সহায়তার সুযোগ লাভ থেকে বঞ্চিত হবে।

 

ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেন,

আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য তহবিল ও উপকরণের সঙ্কট অগণিত জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,

সবচেয়ে বেশি সঙ্কটে রয়েছে নারী ও শিশুরা। আমি দাতাদেরকে উদারহস্তে দান করার আহ্বান জানাচ্ছি; যাতে আমরা জীবন রক্ষার কাজ চালিয়ে যেতে পারি।

জাতিসঙ্ঘ এই বছর আফগানিস্তানের জন্য ৩২৬ কোটি ডলার মানবিক তহবিলের জন্য আবেদন জানিয়েছে।

কিন্তু দাতারা ৮ আগস্ট পর্যন্ত মাত্র ৮০ কোটি ডলার দিয়েছে; যা আবেদন করা অর্থের ২৫ শতাংশের কম।

দেশটির আনুমানিক জনসংখ্যা চার কোটি। এদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি মানুষের জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

 

শুক্রবার ডব্লিউএইচও উল্লেখ করেছে,

শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবা পাওয়ায় ক্ষেত্রে বর্ধিত বাধার সম্মুখীন হচ্ছে নারী ও মেয়েরা। এ কারণে তাদের দুরবস্থা তীব্রতর হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com