ভারতের পাঞ্জাবে অস্ত্রোপচারে পর এক রোগীর পেটে মিলেছে বিভিন্ন জিনিসপত্র। কয়েক দিন ধরে ওই রোগীর বমি বমি ভাব হচ্ছিল। তারপর জ্বর আর পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি (৪০)।
এরপর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু পেট কাটতেই চিকিৎসকরা অবাক হয়ে যান।
রোগীর পেটের ভেতরে ইয়ারফোন, ওয়াশার, নাট–বল্টু, তার, রাখি, লকেট, বোতাম, হেয়ারক্লিপ, জিপার ট্যাগ, মার্বেল এবং সেফটিপিনসহ প্রায় ১০০টি বস্তু পাওয়া যায়।
চিকিৎসকরা প্রথমে পেট ব্যথার কারণ জানার জন্য এক্স রে ও স্ক্যান করিয়েছিলেন ওই ব্যক্তির।
পরীক্ষার রিপোর্টে জানা যায়, ওই ব্যক্তির পেটে কিছু ধাতব বস্তু আটকে আছে।
এরপর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, যা চলে প্রায় তিন ঘণ্টা। ওই ব্যক্তির পেট থেকে প্রায় ১০০টি বস্তু বের করে আনা হয়।
প্রসঙ্গত, ওই ব্যক্তি গত দু’বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র : আজকাল
আরও পড়ুন: