পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার।
গতকাল শনিবার গভীর রাতে চিঠি দিয়ে অধীর চৌধুরীকে রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় জাতীয় কংগ্রেস। চিঠিটি দিয়েছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
সম্প্রতি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বহরমপুরের ‘রবিন হুড’ অধীর রঞ্জন চৌধুরী। তার পরেই তাঁর পদত্যাগের জল্পনা ছড়ায় ৷ এমনকি অধীর নিজেও জানিয়ে দেন, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব সামলালেও কংগ্রেসের সংবিধান অনুযায়ী সর্বভারতীয় সভাপতি পরিবর্তন হলে প্রতিটা প্রদেশের নতুন সভাপতি নিয়োগ হয়। আর এই রাজ্যে নতুন সভাপতি নিয়োগ হয়নি। শেষমেষ জল্পনার অবসান হল। কংগ্রেসের তরফে পুরনো সৈনিক শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হল।
এর আগে শুভঙ্কর সরকার দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বভার সামলেছেন। জাতীয় স্তরেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কংগ্রেসের । একাধিক রাজ্যের অবজারভারের দায়িত্ব পালন করেছেন তিনি ।
রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা, অধীর চৌধুরীর এ অবস্থান মেনে নিতে পারেনি জাতীয় কংগ্রেস। তাই তাকে রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো।