1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অনলাইনে জুয়ার বিজ্ঞাপনের ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

অনলাইনে জুয়ার বিজ্ঞাপনের ওয়েবসাইট বন্ধের নির্দেশ হাইকোর্টের

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৯ বার পঠিত

অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয় এমন সব ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ জুলাই) এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যাতে জুয়া খেলার অর্থ পরিশোধ করতে না পারে,

সে বিষয়ে নির্দেশনা জারি করতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ

ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত বছরের ১৮ ডিসেম্বর ওই রুল জারি করা হয়। যা এখনো বিচারাধীন।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেছিলেন।

গত বছরের ১১ ডিসেম্বর বেসরকারি একটি টিভি চ্যানেলে সবধরনের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে

লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার।

পরে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হন।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com