1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে টেক্কা দিতে ৪০ বিলিয়ন ডলারের তহবিল চালু করছে চীন
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে টেক্কা দিতে ৪০ বিলিয়ন ডলারের তহবিল চালু করছে চীন

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত
চীন

সেমিকন্ডাক্টর শিল্পকে উৎসাহিত করতে এবং এ খাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে টেক্কা দিতে রাষ্ট্র সমর্থিত বিনিয়োগ তহবিল চালু করছে চীন ।

এ তহবিলের আওতায় স্থানীয় চিপ শিল্পকে এগিয়ে নিতে প্রায় ৪০ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চায় দেশটি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,

সেমিকন্ডাক্টর খাতের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য একটি রাষ্ট্র সমর্থিত বিনিয়োগ তহবিল চালু করছে চীন।

বিগ ফান্ড নামে পরিচিত চায়না ইন্টিগ্রেটেড সার্কিট ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ফান্ডের চালুর করা তিনটি ফান্ডের মধ্যে একটি সবচেয়ে বড় তহবিল হতে যাচ্ছে।

এ তহবিলের আওতায় ৩০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪০ বিলিয়ন ডলার) সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারি প্রতিবেদন অনুসারে, এর আগে ২০১৪ ও ২০১৯ সালে এরূপ দুটি তহবিল করা হয়েছিল,

যার আওতায় যথাক্রমে ১৩৮ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান এবং ২০০ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করা হয়েছিল।

আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বিনিয়োগ তহবিলের একটি বড় অংশ ব্যয় করা হবে চিপ উৎপাদনের সরঞ্জামের জন্য।

দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেমিকন্ডাক্টরে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

এদিকে বেইজিং তার সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য উন্নত চিপ ব্যবহার করতে পারে,

এমন আশঙ্কায় ওয়াশিংটন কয়েক বছর ধরে রফতানি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করেছে।

এর পরেই চিপ শিল্পের বিকাশে আরও জোর দিয়েছে দেশটি।

সাম্প্রতিক মাসগুলোয় চীনা কর্তৃপক্ষ নতুন এ তহবিলের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র।

তারা জানান, চীনের অর্থ মন্ত্রণালয় এই তহবিলে ৬০ বিলিয়ন ইউয়ান দেয়ার পরিকল্পনা করছে।

এ ছাড়া এই তহবিলে আরও কোনো পক্ষের অবদান রাখার বিষয়ে এখনও জানা যায়নি।

এ বিষয়ে জানতে চীন সরকারের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস,

অর্থ মন্ত্রণালয় এবং শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স।

তবে তারা বার্তা সংস্থাটির অনুরোধে কোনো সাড়া দেয়নি।

এ ছাড়া বিগ ফান্ডও এই বিষয়ে কোনো মন্ত্রব্য করতে রাজি হয়নি।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com