যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়ায় শত শত ফ্লাইট বাতিল বা বিলম্ব হচ্ছে। এতে চরম বিপাকে পড়ছেন ভ্রমণকারীরা।
দেশটির পরিবহন সচিব মার্ক হারপার বলেছেন, ফ্লাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লাগবে।
এতে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেয়ায় হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে।
ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ায় অনেকেই আটকা পড়েছেন বিমানবন্দরে।
দেশটির পরিবহন সচিব জানান,
তবে কোনো সাইবার হামলা হয়নি উল্লেখ করে হারপার বলেন, সাইবার হামলা না হলেও যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
এভিয়েশন বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড জানান, ফ্লাইট বিলম্ব হওয়ায় যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়ছেন। এর প্রভাব আগামী কয়েক দিনে আরও বাড়বে।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে, সমস্যাটি শনাক্ত করা হয়েছে এবং সমাধান প্রকল্পে কাজ চলছে।
তবে ফ্লাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় লাগবে।
আর বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলো ফ্লাইট বিলম্ব ও বাতিলের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া কিছু ক্ষেত্রে যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছে কিছু বিমান সংস্থা।
এর আগে সোমবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে।
যার ফলে ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। এ সমস্যা কয়েক দিন ধরে চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছিল, ‘প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম।
যেটি ফ্লাইট অবতরণ এবং উড্ডয়নের হার কমাতে বাধ্য করছে। প্রকৌশলীরা ত্রুটি খুঁজে বের করতে কাজ করছেন। সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
ভুক্তভোগী টিভি উপস্থাপক গ্যাবি লোগান জানিয়েছেন,
যুক্তরাজ্যের আকাশসীমা একপ্রকার বন্ধ। এতে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।
প্রায় তিন সপ্তাহ পর বাড়িতে ফেরার কথা থাকলেও, বর্তমানে রানওয়েতে অপেক্ষা করতে হচ্ছে।
এ বিষয়ে ভ্রমণ বিশেষজ্ঞ সাইমন ক্যাল্ডার বলেছেন, সিস্টেমে তৈরি হওয়া বিভ্রাটটি যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে।
বর্তমানে প্রায় তিন ঘণ্টা করে ফ্লাইট বিলম্বিত হচ্ছে। শিগগিরই সমস্যা সমাধান না হলে এটি ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে।
স্কটিশ এয়ারলাইন লোগানএয়ার এক টুইটবার্তায় বলেছে, ‘যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্ক বিভ্রাট দেখা দিয়েছে।
আপনি যদি আজ আমাদের সঙ্গে ভ্রমণ করেন, তাহলে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার আগে ফ্লাইটের সর্বশেষ তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।’