1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভারতকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

ভারতকে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৬ বার পঠিত
নিত্যপ্রয়োজনীয়

ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে প্রস্তাবিত প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (২৫ আগস্ট) ভারতের জয়পুরে অনুষ্ঠিত জি-২০ বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রীদের সভার আগে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে ভারত থেকে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি প্রক্রিয়া প্রণয়নের অগ্রগতির জন্য টিপু মুনশি ভারতীয় বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের জন্য তার ক্রমাগত সমর্থন কামনা করেন।

এ সময় সম্প্রতি পেঁয়াজের ওপর ভারত ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করায় বাংলাদেশে পেঁয়াজের দামের ওপর বিরূপ প্রভাব পড়েছে বলে জানান টিপু মুনশি।

এ বিষয়ে পীযূষ গোয়েল বলেন, বিশ্বব্যাপী উৎপাদনে ব্যাঘাত, সরবরাহের ঘাটতি এবং

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট অসুবিধাগুলো কাটিয়ে উঠতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে ভারতও কৃষিজাত পণ্যের উৎপাদন ঘাটতিতে ভুগছে।

এ কারণে ভারত সরকারকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে খুব শিগগিরই এ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে ভারত।

বাংলাদেশের পাটজাত পণ্যের ওপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ বিষয়ে সর্বোচ্চ বিবেচনার আশ্বাস দিয়ে গোয়েল বলেন,

অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনার জন্য আগামী দু-মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়গুলো উপস্থাপন ও নিষ্পত্তি করা হবে।

জি-২০ মন্ত্রী পর্যায়ের ঘোষণা চূড়ান্ত করার ক্ষেত্রে বাংলাদেশের অবদানের প্রশংসা করে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন,

ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বিশেষ বন্ধুত্ব ও অংশীদারিত্বকে মূল্যায়ন করে থাকে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দিল্লিতে অনুষ্ঠেয় বিজনেস-২০ (বি-২০) সামিটে বক্তব্য দেবেন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com