1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
শ্রীলঙ্কা

ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা ।

গত দুই বছরে প্রথমবার দেশটির মূল্যস্ফীতির হার একক অঙ্কে নেমে এসেছে।

বর্তমানে দেশটির গড় মূল্যস্ফীতির হার ৬ দশমিত ৩ শতাংশে নেমেছে।

সোমবার (৩১ জুলাই) দেশটির সরকার জানিয়েছে,

জুলাই মাসের গড় মূল্যস্ফীতি কমে নেমে এসেছে ৬ দশমিক ৩ শতাংশে। যা জুনে ছিল ১২ শতাংশ।

এক বিবৃতিতে আদমশুমারি ও পরিসংখ্যান অফিস জানিয়েছে,

কলম্বোর ভোক্তা সূচক অনুসারে চলতি বছরের জুলাইয়ে গ্রাহক পর্যায়ে সামগ্রিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৩ শতাংশে নেমেছে।

হিসাব অনুসারে,

দেশটির সংকটময় গত দুই বছরের মধ্যে এই প্রথমবার গড় মূল্যস্ফীতির হার একক অঙ্কে নেমে এসেছে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতির হার একক অঙ্কে ছিল।

সে সময়ে এ হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ।

কিন্তু স্বাধীনতার পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে শ্রীলঙ্কা।

মাত্র বছর ব্যবধানে ২০২২ সালের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতির হার বেড়ে ঠেকে ৬৯ দশমিক ৮ শতাংশে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে,

খাদ্যপণ্যের দাম কমার কারণে গড় মূল্যস্ফীতির হার কমে এসেছে বলে বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কান সরকার।

সূচক অনুসারে,

গত ১২ মাসে দেশটিতে খাদ্যের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে।

এর আগে অর্থনৈতিক সংকটের মুখে ব্যয় সাশ্রয়ে শ্রীলঙ্কা আমদানি কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

যার কারণে দেশটির অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দেয়, ফলে লাফিয়ে বাড়তে থাকে খাদ্যমূল্য।

পরে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেলআউটের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি।

সরকার বিদ্যুৎ সংকট সমাধানের প্রচেষ্টা করছে।

সেই সঙ্গে পণ্য আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে দিয়েছে।

যা উল্লেখযোগ্যভাবে দেশটির অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অবদান রেখেছে।

মূল্যস্ফীতির হার চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে আরও কমে আসবে বলে আশা করছে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা ।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com