1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
প্রাইভেট চুক্তিতে রাশিয়া থেকে মিশর প্রায় অর্ধ মিলিয়ন টন গম কিনেছে — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

প্রাইভেট চুক্তিতে রাশিয়া থেকে মিশর প্রায় অর্ধ মিলিয়ন টন গম কিনেছে

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত
প্রাইভেট

প্রাইভেট চুক্তিতে মিশরের একটি রাষ্ট্রীয় ক্রেতা রাশিয়া থেকে প্রায় অর্ধ মিলিয়ন টন গম কিনেছে।

চারজন ব্যবসায়ীর বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে তুলনামূলক কম দামে এই গম কিনছে মিশর।

বিশ্বের অন্যতম বড় গম আমদানিকারক হচ্ছে মিশর। গত বছর ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর কারণে গম কেনা ব্যাহত হওয়ায় দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয়ের দিকে সরে আসে দেশটি।

এ বিষয়ে একজন ব্যবসায়ী বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) দ্য জেনারেল অথরিটি ফর সাপ্লাই কমোডিটিস (জিএএসসি) ট্রেডিং ফার্ম সোলারিস থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন রাশিয়ান গম কিনেছে।

কস্ট অ্যান্ড ফ্রেইট (সিঅ্যান্ডএফ) ভিত্তিতে প্রতি টন গমের জন্য জিএএসসি’কে প্রায় ২৭০ ডলার ব্যয় করতে হচ্ছে।

এ বিষয়ে জানতে সিএএনসি’র সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সের অনুরোধে কোনো সাড়া দেয়নি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন,

এই গমের দাম সম্ভবত রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে গমের দাম নিয়ন্ত্রণে দেশটির সরকারের অনানুষ্ঠানিকভাবে নির্ধারিত দামে তুলনায় কম।

ব্যবসায়ীরা জানান, রুশ সরকারে নির্ধারিত এই দাম মানতেই হবে, এমনটা বাধ্যতামূলক নয়।

তবে সরবরাহকারীরা রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনাবলী অনুসরণ করবে বলে আশা করা হচ্ছে।

তবে রাশিয়ার বাজারে গমের ন্যূনতম দাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ব্যবসায়ীরা জানান, দরপত্রে গমের পাবলিক ও প্রাইভেটে বিক্রির ক্ষেত্রে ন্যূনতম দামের পার্থক্য রয়েছে।

সেই সঙ্গে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রতি মাসে বিভিন্ন মূল্যে গম বিক্রি হয়েছে।

তাছাড়া কম প্রোটিন সম্পন্ন গমের গ্রেডের দামেও ছাড় দেয়া হয়।

গত সপ্তাহে সব রাশিয়ান সরবরাহকারী এফওবি ভিত্তিতে প্রতি মেট্রিক টন গমের দাম ২৭০ ডলার রেখে দরপত্র দাখিল করেছে।

যেখানে সিঅ্যান্ডএফসহ মূল্য দাঁড়িয়েছে ২৮৬ দশমিক ২৫ ডলার থেকে ২৯১ ডলার।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com