সরকারের পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন,
চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, ‘আমরা গতকাল (১৩ সেপ্টেম্বর) একটি মিটিং করেছি। সেখানে আমরা তিনটা কৃষি পণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি ৷
পেঁয়াজ, আলু এবং ডিম এই তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করছি। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।
এতদিন পর্যন্ত কিন্তু আমরা কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেইনি। আজকেই প্রথম কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দিলাম।’
সব কিছ বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি বাজারে তা বাস্তবায়নের আশা প্রকাশ করেন।
কোল্ডস্টোরেজে রাখাসহ সবকিছু মিলিয়ে আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকার বেশি হওয়া উচিত নয় জানিয়েছে বাণিজ্যমন্ত্রী বলেন,
তবে ঢাকাতে যদি এ দাম হয় তাহলে চট্টগ্রামে তা একটু বাড়তে পারে। সারা বাংলাদেশকে বিবেচনায় নিয়েই ভোক্তা পর্যায়ে এই দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া কোল্ড স্টোরেজ গেইটে আলুর দাম হবে ২৬ থেকে ২৭ টাকা কেজি।
কৃষি বিপণন আইন ২০১৮ অনুসারে, এই দাম নির্ধারণের ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন :