ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ পড়বে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।
বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) আমিন উল আহসান সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন,
টিসিবি এর জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনা হবে।
এতে খরচ হবে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা।
এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়েছে ১৫৯ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ১৫৯ টাকা ৪৫ পয়সা।
এর আগে ৯ আগস্ট ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন :