1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত
ইউএসএ

বাংলাদেশের সামগ্রিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘২২তম টেক্সটেক বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’ আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ ।

আগামী ১৩-১৬ সেপ্টেম্বর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সেমস-গ্লোবাল ইউএসএ।

সেমস্-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন,

আগামী ১৩-১৬ সেপ্টেম্বর ‘২২তম টেক্সটেক বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’ অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৩-সামার এডিশন’ এবং ‘৪২তম ডাই + ক্যাম বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’।

তিনি বলেন, প্রদর্শনী তিনটি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী।

এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস,

যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবে।

মেহেরুন জানান, এই প্রদর্শনীগুলো মূলত সেমস্‌-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ;

যা বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

এই প্রদর্শনীগুলোতে ২ হাজার ২৪৫টি বুথসহ ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৬৭৫টিরও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে।

ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই প্রদর্শনীগুলোতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ার্ন, ফ্যাব্রিক, ট্রিমস,

অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ এবং টেক্সটাইল কেমিক্যালসসহ সর্বাধুনিক টেক্সটাইল পণ্য প্রদর্শন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সমগ্র টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের ক্রেতা-বিক্রেতাদের জন্য অত্যাধুনিক এবং নিত্যনতুন প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হবে।

এই প্রদর্শনীগুলো টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট বৈশ্বিক নির্মাতাদের সঙ্গে প্রত্যক্ষভাবে একই ছাদের নিচে নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করবে;

যা প্রতিযোগিতামূলক অ্যাপারেল সোর্সিংয়ের বিশ্ববাজারে লাভজনক লেনদেনের সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল এর সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম প্রমুখ।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com