1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এ মাসে ই চালু হচ্ছে চট্টগ্রাম-ভারতের আগরতলা বিমানবন্দর ফ্লাইট — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

এ মাসে ই চালু হচ্ছে চট্টগ্রাম-ভারতের আগরতলা বিমানবন্দর ফ্লাইট

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত
বিমানবন্দর

চলতি মাসেই চালু হচ্ছে চট্টগ্রাম থেকে ভারতের আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা।

এর মাধ্যমে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এ রুটে যাওয়া-আসা করতে পারবেন যাত্রীরা।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ সেপ্টেম্বর আগরতলা থেকে বাংলাদেশের চট্টগ্রামে প্রথম সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আর এর মাধ্যমে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানচিত্রে যোগ দিতে চলেছে ভারতের ত্রিপুরা।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক।

ত্রিপুরার জনগণ এখন এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান বন্দরনগরী চট্টগ্রামে যেতে পারবেন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরার ‘ডাবল ইঞ্জিন’ সরকারের প্রচেষ্টার ফল হিসেবে এ ফ্লাইট পরিষেবাটি চালু হচ্ছে।

এর মাধ্যমে দুর্গাপূজার প্রাক্কালে ত্রিপুরার বাসিন্দাদের অসাধারণ একটি উপহার দিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

একজন সরকারি কর্মকর্তা বলেছেন,

উভয় দেশের কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম ও আগরতলার মধ্যে ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে ইস্টমোজো নিউজ জানিয়েছিল, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং

চট্টগ্রামের মধ্যে ফ্লাইট পরিষেবা পরিচালনার জন্য ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটকে দায়িত্ব দেয়া হয়েছে বলে ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন।

সে সময় মন্ত্রী জানান, নতুন এ ফ্লাইট সার্ভিস চালু হলে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদায় উন্নীত হবে।

এছাড়া চট্টগ্রামমুখী এ ফ্লাইটের ভাড়া ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার রুপি ( যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৮০০ টাকা) মধ্যে থাকবে বলেও জানান তিনি।

আগরতলা বিমানবন্দরে অত্যাধুনিক টার্মিনালও নির্মাণ করা হয়েছে।

পিক আওয়ারে এ বিমানবন্দরটিতে একসঙ্গে প্রায় ১২শ যাত্রী অবস্থান করতে পারবেন ।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com