অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. খায়রুজ্জামান মজুমদার।
বুধবার (২৩ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে ড. মো. খায়রুজ্জামান মজুমদার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।
তিনি দেশের প্রথম নারী অর্থ সচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হলেন।
অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন তিন বছরের মেয়াদে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই পদে নিয়োগ পেয়েছেন।
১৯৯৩ সালে এপ্রিল মাসে ১১তম ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে ড. মজুমদার তার কর্মজীবন শুরু করেন।
পরবর্তী সময়ে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তার অর্থ, সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, শুল্ক, বাণিজ্য ফ্যাসিলিটেশন সংক্রান্ত বিষয়, আন্তর্জাতিক উন্নয়ন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং
আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন :