টানা তৃতীয় মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি কমেছে।
এতে চলতি বছরের জুনে দেশটির তেল রফতানি ২১ মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
বুধবার (১৬ আগস্ট) জয়েন্ট অর্গানাইজেশন ডেটা ইনিশিয়েটিভের (জেওডিআই) প্রকাশিত তথ্যের বরাতে এ বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
জেওডিআই-কে মাসিক রফতানি পরিসংখ্যান সরবরাহ করে থাকে রিয়াদ ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থার (অপেক) সদস্যদেশগুলো, যা জেওডিআই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।
সৌদি আরবের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে এশিয়ার দেশগুলো।
কিন্তু বর্তমানে এ অঞ্চলের দেশগুলো সস্তায় জ্বালানি তেল কিনতে ঝুঁকছেন রাশিয়ার বাজারের দিকে। ফলে কমছে সৌদি আরবের তেল রফতানি।
জুন মাসে দেশটি দৈনিক ৬ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে, যা মে মাসের তুলনায় প্রায় ১ দশমিক ৮ শতাংশ কম।
সে সময়ে দেশটি দৈনিক ৬ দশমিক ৯৩ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছিল।
জুনে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের হার প্রায় অপরিবর্তিত ছিল।
সেই মাসে দেশটি দৈনিক ৯ দশমিক ৯৬ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করেছে।
জুনে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের মজুত দৈনিক ১ দশমিক ৪৫ মিলিয়ন ব্যারেল বেড়ে যায়।
ফলে মজুতের পরিমাণ ঠেকে দৈনিক ১৪৯ দশমিক ৬৯ মিলিয়ন ব্যারেলে।
ওই মাসে দেশটির স্থানীয় পরিশোধন কেন্দ্রগুলো দৈনিক ২৮ হাজার মিলিয়ন ব্যারেলেরও কম জ্বালানি তেল প্রক্রিয়াজাত করেছে, যা মে মাসে দৈনিক ছিল ২ দশমিক ৫৬ মিলিয়ন ব্যারেল।
দেশটির তেল পণ্য রফতানি আগের মাসের তুলনায় দৈনিক ২৬ হাজার ব্যারেল কমে দৈনিক ১ দশমিক ৩৫ মিলিয়ন ব্যারেলে ঠেকে।
এদিকে গত মাসে বাণিজ্য সূত্র থেকে ট্যাংকার ডেটা বলছে, রাশিয়ান তেলের ভারতীয় আমদানি জুনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
পাশাপাশি চীনের সরকারি তথ্য বলছে, রাশিয়া থেকে চীনের অপরিশোধিত তেল আমদানিও জুনে রেকর্ড পরিমাণ বেড়েছে।
চলতি মাসে সৌদি আরব জানিয়েছে, তারা সেপ্টেম্বরেও এককভাবে দৈনিক ১ মিলিয়ন ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমাবে।
এই উত্তোলন কমানোর ধারা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।