1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
৯ নাটকে মোশাররফ–তানহা — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

৯ নাটকে মোশাররফ–তানহা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার পঠিত

একগুচ্ছ নাটকের ভিড়ে এবার ঈদ হতে যাচ্ছে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়। কেননা একটি-দুটি নয়, মোট ৯টি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এটাকে বিরল রেকর্ডও বলা যেতে পারে।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে একসঙ্গে এতোগুলো নাটকে কাজ করে উচ্ছ্বসিত এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া।

এ তারকা জুটির সবগুলো নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। নাটকগুলো হলো- ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং হারুন রুশোর রচনায় ‘চাকরিজীবী বউ’। আসছে ঈদে বিভিন্ন প্ল্যাটফর্মে নাটকগুলো প্রচারিত হবে।

এ বিষয়ে নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, এরইমধ্যে নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। এক জুটি নিয়েই এতোগুলো নাটক তৈরি করলেও নাটকগুলোর গল্প ও চরিত্রের বৈচিত্রতা রয়েছে, বললেন নির্মাতা।

এ প্রজন্মের অভিনেত্রী তানহা তাসনিয়া বলেন, এবার ঈদে আমার অভিনীত নাজমুল রনির পরিচালনায় সাত পর্বের সিরিজ ‘মিশন ফয়েজ লেক’সহ ১০টি কাজ প্রচার হবে। সিরিজটি ছাড়া বাকি ৯টিই নাটক। আর সবগুলোতেই আমি মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। কোনো একটা উৎসব উপলক্ষে একজন অভিনেতার বিপরীতে এতগুলো নাটকে জুটি হয়ে কাজ করাটা সত্যি দারুণ একটা ব্যাপার আমার জন্য। এটা বলা চলে আমাদের নাটক ইন্ডাস্ট্রিতে বিরল ঘটনা।

তিনি আরও বলেন,
মোশাররফ করিম ভাই আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করা সবসময়ই আমার জন্য স্পেশাল। তিনি খুবই প্রাণবন্ত একজন সহশিল্পী। অনেক হেল্পফুল। এই নাটকগুলোর শুটিংয়ের সময় আমার আলসার ধরা পড়ে। তিনি বারবার আমার সুস্থতার খোঁজ নিয়েছেন, আমার খেয়াল রেখেছেন বড় ভাইয়ের মতো। অনেককিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। অনেক টিপস দিয়েছেন তিনি।

ভিন্ন স্বাদ ও আমেজের নাটকগুলো দর্শকের কাছে উপভোগ্য হবে বলেই প্রত্যাশা তানহা তাসনিয়ার। ঈদের ৯ নাটকে মোশাররফ করিমের সঙ্গে কাজের সুযোগ করে দেয়ার জন্য নির্মাতাকে ধন্যবাদ জানান অভিনেত্রী।

মোশাররফ করিমও একজন অভিনেত্রীর সঙ্গে ৯ নাটকে কাজ করাটা উপভোগ করেছেন। তিনি বলেন, ‘ঈদের মতো উৎসবে একটা জুটির ৯টি নাটক প্রচার হবে এটা বেশ বড় ব্যাপার। তানহা তাসনিয়া খুব ভালো কাজ করেছে। একজন পরিশ্রমী অভিনেত্রী। নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার ব্যাপারে বেশ সিরিয়াস। আমরা একটানা একটা টিমের সঙ্গে কাজগুলো করেছি। একটা পারিবারিক আবহ ছিল শুটিং সেটে। মাথায় ছিল দর্শক যেন নাটকগুলো উপভোগ করেন সেই বিষয়টা। সবাইকে ঈদের শুভেচ্ছাসহ নাটকগুলো দেখার আমন্ত্রণ জানাই।’

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com