সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ডেঙ্গুতে জেলায় তিনজনের মৃত্যু হলো।
মৃতরা হলেন- সোনিয়া খাতুন কলারোয়া উপজেলার গদখালী গ্রামের হাসানুর রহমানের স্ত্রী ও অমেরন্দ্র শর্মা সাতক্ষীরার সদর উপজেলার বল্লী গ্রামের মৃত সতিশ শর্মার ছেলে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া খাতুন কয়েক দিন আগে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার (১৪ আগস্ট) রাত ১টার দিকে তিনি মারা যান।
এছাড়া ডেঙ্গুতে মঙ্গলবার সকাল ৮টার দিকে অমেরন্দ্র শর্মা নামে আরও একজনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী,
বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন ভর্তি রয়েছেন।
২০ জন ডেঙ্গু রোগীর অবস্থার অবনতি ঘটায় তাদের স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর প্রথমবারের মতো ফেরদৌসি খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি যশোর জেলার শর্শা উপজেলা সদরের বাসিন্দা।
আরও পড়ুন