দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৭৮ কোটি টাকা।
রোববার (২৩ জুন) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৫২ দশমিক ৯৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৫৩ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্যমতে, রোববার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ২৯৭ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ১৫৭ দশমিক ২৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থন করছে ১ হাজার ৮৯৩ দশমিক ০৩ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৪৯টির কোম্পানির শেয়ারের, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৫৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮১০ দশমিক ৩৬ পয়েন্টে ও ৮ হাজার ৯১৪ দশমিক ৩০ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৯৬১ দশমিক ৮৪ পয়েন্টে ও ১ হাজার ৬৮ দশমিক ৯৭ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক কমেছে শূন্য দশমিক ৮৫ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৫৬৫ দশমিক ৪৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১৪ লাখ ৭২ হাজার টাকার।
লেনদেন হওয়া ৩৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।