ঢাকায় নৌকা হাতে নিয়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসময় শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক দেখা যায়।
সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে
সমাবেশে যোগদান করেন শামীম ওসমানের অনুসারী যুবলীগ, ছাত্রলীগের, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,
আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।
পরে সেখান থেকে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, আমরা ঢাকার সমাবেশে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছি।
কেউ নাশকতা করলে আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে আমরা তা প্রতিরোধ করব।
এদিকে সমাবেশে শেষ হওয়ার আগেই গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ ফিরে গেলেন অনেকে আওয়ামীলীগ নেতা। সংঘর্ষের খবরে তারা দ্রুত ঢাকা ছেড়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসনে জানান, সমাবেশে আমরা ৩৫০টা গাড়ি ভাড়া করে নিয়েছি।
সমাবেশে নারায়ণগঞ্জে নেতাকর্মীরা উৎসবমূখর উপস্থিতি ছিলো বলো তিনি জানান।
আরও পড়ুন :