1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নর‌সিংদীর উপজেলার অ‌ফিসার্স ফোরাম এর উদ্যোগে যুগ্ন স‌চিব প‌দে প‌দোন্ন‌তি উদযাপন সভা — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

নর‌সিংদীর উপজেলার অ‌ফিসার্স ফোরাম এর উদ্যোগে যুগ্ন স‌চিব প‌দে প‌দোন্ন‌তি উদযাপন সভা

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত
নর‌সিংদীর উপজেলার অ‌ফিসার্স ফোরাম এর উদ্যোগে যুগ্ন স‌চিব প‌দে প‌দোন্ন‌তি উদযাপন সভা

নর‌সিংদীর রায়পুরা উপজেলার অ‌ফিসার্স ফোরাম এর উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের যুগ্ন স‌চিব প‌দে প‌দোন্ন‌তি উদযাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ বি‌ভিন্ন ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক,ক‌্যাডার,

নন-ক্যাডার, ব‌্যাংকার, ডাক্তার, ই‌ঞ্জি‌নিয়ার সহ অন‌্যান‌্য পেশার কর্মকর্তাগণ

নর‌সিংদীর জেলার কৃতি সন্তানরা মিলন মেলা অংশগ্রহন করেন।

গতকাল রাতে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় মোকাররম ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের

মাননীয় অ‌তি‌রিক্ত স‌চিব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও রূপালী ব‌্যাংক লি‌মি‌টেড এস‌পিও আশরাফুল ইসলাম চঞ্চল

এবং  ডিএম‌পি উপ-পু‌লিশ কমিশনার মোঃ সোলায়মান মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার,

নর‌সিংদীর উপজেলার অ‌ফিসার্স ফোরাম এর উদ্যোগে যুগ্ন স‌চিব প‌দে প‌দোন্ন‌তি উদযাপন সভা

জনশ‌ক্তি ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মো‌র্শেদা আক্তার,বা‌ণিজ‌্য মন্ত্রণালয়ের যুগ্ন স‌চিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার (রায়পুরা),

বাংলা‌দেশ ব্যাংক এর প‌রিচালক মোঃ সে‌লিম আহমদ, ঢাকা ওয়াসার প্রজেক্ট ডাই‌রেক্টর তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি‌নিয়ার ওয়াজ উ‌দ্দিন ওয়া‌জেদ,

 

যুগ্ম সচিব মোহাম্মদ সা‌দেকুর রহমান (রায়পুরা), যুগ্ন স‌চিব মোঃ আ‌রিফুল হক (রায়পুরা), যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ আ‌জিজুল হক (রায়পুরা),

যুগ্ম সচিব আ‌রিফুল হক (রায়পুরা), যুগ্ম সচিব মোঃ আসাদুজ্জামান(রায়পুরা),

শে‌লিনা খানম (পলাশ), যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মুনসুর আলম খান (‌শিবপুর), যুগ্ম সচিব মোহাম্মদ কায়‌কোবাদ খন্দকার (মাধবদী),

সহ‌যোগী অধ‌্যাপক সোলায়মানআহাম্মদ সিরাজী,

ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় সহ‌যোগী এস এম তান‌জিল শাহ্ সহকারী অধ‌্যাপক মোহাম্মদ কামরুল হক,

বাংলা‌দেশ ব‌্যাংক যুগ্ন প‌রিচালক মাহবুব সা‌দি ভুঁইয়া,

ঢাকা হাসপাতাল নিও‌রোসাইন্স ডাক্তার ইমরান সরকার।

এছাড়া উক্ত প‌দোন্ন‌তি উদযাপন অনুষ্ঠা‌নে, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ বি‌ভিন্ন ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক,ক‌্যাডার,

নন-ক্যাডার, ব‌্যাংকার, ডাক্তার, ই‌ঞ্জি‌নিয়ার সহ অন‌্যান‌্য পেশার কর্মকর্তাগণ ।

 

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com