পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন, মওলানা ওসমান গনি, মওলানা নাসির উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা সার্বিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম আব্দুর রউফ শিবলু।
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নবান্ন টিভি / শামসুজ্জোহা পলাশ