একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু কালে বাবার আদর থেকে বঞ্ছিত কপালে সুখ নেই কোন কিছু বুঝার আগেই পিতা হারান। ৮ বছর বয়সে হারান মমতাময়ী মাকে ।
শেষ ভরসার আশ্রয়স্হল স্বামী ও মারা যান বিয়ের হওয়ার ঠিক এক বছর পর । এখন তার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না ।
নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি গ্রামের মৃত সাইফুল ইসলাম ও মৃত শেফালী বেগমের মেয়ে সাথী আক্তার।
সাথীর দেড় বছরের সংসার জীবনে কোল জুড়ে এসেছে ফুটফুটে এক সন্তান। আর্থিক অভাব অনটনে নিজের বাচ্চাকে ও ঠিক মতো খাওয়াতে পারে নাই।
নিজের যত্ন ও সংসার চালাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো প্রতিনিয়ত। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতা সংসারের শেষ অবলম্বন ।
পাশাপাশি প্রতিবেশীরা মাঝে মধ্যে যতটুকু সহযোগিতা করত তা দিয়ে চলত কোন রকমে কষ্টের জীবন।
নিজের শিশুকে নিয়ে থাকার মত নেই কোন ঘর। যা ছিল তাও নড়বড়ে থাকার কোন পরিবেশ নেই।
আশ্রয় হয়েছে অন্যের ঘরে। একটি ঘর করার মত সহযোগিতা পেলে হত চীরস্থায়ী একটি ঠিকানা।
আরও পড়ুন :