1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১৭১ বোতল ফেন‌সি‌ডিল ও ভুট্টা বোঝাই ট্রাকসহ চালক হেলপার আটক — Nobanno TV
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

১৭১ বোতল ফেন‌সি‌ডিল ও ভুট্টা বোঝাই ট্রাকসহ চালক হেলপার আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ-খাড়া‌গোদা সড়‌কের কিরণগা‌ছি নামকস্থা‌নে মাদক বি‌রো‌ধি অভিযান চা‌লি‌য়ে ১৭১ বোতল ফেনসিডিলসহ ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক আটক করেছে ডি‌বি পুলিশ। এসময় ট্রাকের চালক ও সহকারীকে (হেলপার) আটক করা হয়
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় এ অভিযান চালানো হয়।
আটক ট্রাক চালক চুয়াডাঙ্গা দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (৩০) ও চালকের সহযোগী (হেলফার) একই গ্রামের নূর আলমের ছেলে সোহাগ হোসেন (২৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডি‌বি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা দর্শনা থেকে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকে ঢাকায় ফেনসিডিল পাচার হবে। এমন খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের অদূরে কিরণগাছি পাকা রাস্তার পাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। দর্শনা থেকে ছেড়ে আসা ট্রাকটি সেখানে পৌঁছালে ট্রাক‌টির চালক ও সহকা‌রি‌কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে মাদক পাচারের উদ্দেশ্য ভুট্টা বহনকারী ট্রাকের ডালায় অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লুকিয়ে রেখেছে। আসামীদের দেখানো মতে ট্রাকের পিছনে ডালায় ২৪৮ বস্তা ভুট্টার সাথে অভিনব কায়দায় প্লাস্টিকের দুইটি বস্তায় রক্ষিত ১৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। ভুট্টা ও মাদক বহনকারী ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে।
মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ট্রাকের চালক সোহাগ মিয়া ও চালকের সহকারি সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
নবান্ন টিভি/ শামসু‌জ্জোহা পলাশ

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com