নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে পড়ে যাওয়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সিদ্ধিরগঞ্জে ১৬ ঘণ্টার চেষ্টার পর ড্রেনে পড়ে যাওয়া গরু উদ্ধার।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। গরুটি বর্তমানে সুস্থ আছে বলে জানান তিনি।
বুধবার (২৮ জুন) দুপুর ১টার দিকে টানা সাড়ে ১৬ ঘণ্টার চেষ্টায় গরুটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ঢাকেশ্বরী অস্থায়ী গরুর হাটের সামনে এ ঘটনা ঘটে।
হাটটির ইজারাদার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম জানান,
মঙ্গলবার রাতে হাট থেকে আড়াই লাখ টাকা দিয়ে গরুটি কেনেন এক ব্যক্তি।
পিকআপভ্যানে গরুটি তোলার সময় চাষাঢ়া-আদমজী নাগিনা জোহা সড়কের নির্মাণাধীন ড্রেনে পড়ে যায়।
পরে গরুটি সেখান থেকে উঠতে না পারলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের চেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন,
খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। গরুটি আকারে বড় হওয়ায় ড্রেন কেটে ভেকুর সাহায্যে উদ্ধার করা হয়।
উদ্ধারে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন,
গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আরসিসি ড্রেন মেশিন দিয়ে কাটতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত গরুটি জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন :