1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত
সৌদিতে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সৌদি আরবের দাম্মাম শহরে রবিবার (৬ আগস্ট) দুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

আজ সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা শামীম সরকার।

নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্ৰামে। তার বাবার নাম হামিদুল ইসলাম।

স্বজনেরা জানান, এক বছর আগে জীবিকার তাগিদে জুনায়েদ সৌদি আরবে যান। সেখানে তিনি বলদিয়া কোম্পানির গাড়ির সহকারী ছিলেন।

গতকাল রবিবার দুপুরে দাম্মাম শহরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

তার মরদেহ দাম্মাম শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে বিদেশে গিয়ে জুনায়েদ মিয়াকে এমন মৃত্যুর শিকার হতে হলো।

বিষয়টি তার পরিবারের জন্য খুবই বেদনার। ইউপি চেয়ারম্যান হিসেবে পরিবারের পাশে থাকব। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন,

‘ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করব।’

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com