কুখ্যাত ডাকাত আসমত আলীকে গ্রেপ্তার করেছে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত আসমত আলী উপজেলার হাওরতলা গ্রামের মৃত শওকত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপন করে আসছিল।
সে কখনও হাসমত, কখনও হাতকাটা হাসমত, ল্যাংড়া হাসমত ইত্যাদি নাম ব্যবহার করছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আসমতকে গ্রেপ্তার করে।
আসামির বিরুদ্ধে সিলেটের একাধিক থানায় ৯টি ডাকাতির মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বাদ জুমা তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :