1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সারা দেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ — Nobanno TV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

সারা দেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৯১ বার পঠিত
সারা দেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে নরসিংদীতে মানববন্ধন

সারা দেশে বিনা বিচারে ডাক্তার গ্রেফতার বন্ধ করা ও গ্রেফতারকৃত ডাক্তারদের জামিনের দাবিতে নরসিংদীর সর্বস্তরের চিকিৎসকগণ  রবিবার (৯জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মানববন্ধনে বক্তারা জানান, ডাক্তার মিলির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার চাই, ডাক্তার মুনা ও ডাক্তার সাহজাদীর শর্তহীন মুক্তি চাই এবং বিনা তদন্তে চিকিৎসক হয়রানী বন্ধ করতে হবে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ মোজাম্মেল হক কমল,

সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক অপু, বিএমএ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগির,

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের তত্বাবধায়ক এ এন এম ডাঃ মিজানুর রহমান,

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদুল কবির বাসার,

সাস নরসিংদীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. এসএম মাহবুব আলম, সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার ভৌমিক,

সদর হাসপাতালের বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. অসীম কুমার সাহা, সিনিয়র মেডিসিন কনসালটেন্ড ডা. মোস্তফা কামাল খান,

বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. ফরিদা ইয়াছমিন, বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. শেলী রানী দাম প্রমুখ।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সূযোগ্য নেতৃত্ব ও অভিভাবকত্ব আমাদের

চিকিৎসকদের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে বলে আমরা বিশ্বাস করি।

আমরা মনে করি, তাঁর সঠিক দিকনির্দেশনায় চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে দীর্ঘমেয়াদী সঠিক পদক্ষেপ এর মুখ আমরা দেখতে পাবো।

আমরা চাই, চিকিৎসকদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ তৈরি হোক। তাহলেই মাতৃমৃত্যু কমিয়ে আমরা ২০৩০ এ এসডিজি গোল অর্জন করার সক্ষমতায় পৌঁছাতে পারব।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com