সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
বুধবার (১২ জুলাই ) দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন,
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, শামসুল আরেফিন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,
সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, সাবেক সভাপতি নিবারন রায়, নুরুল ইসলাম, মোর্শেদ শাহরিয়ার,
নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস,নরসিংদী প্রেসক্লাব কোষাধক্ষ্য জয়নুল আবেদিন,
জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রিপন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোহাম্মদ সোহেল এস হোসেন ও সাধারণ সম্পাদক বশির আহমেদ মোল্লা,
ফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মাইনউদ্দিন সরকার,
সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
উল্লেখ্য গত ৬ জুলাই নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করার পর আজকে তিনি সাংবাদিকদের সাথে জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যতে সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখতে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন।
আরও পড়ুন :