চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১জুলাই) শ্যামপুর কয়লারদিয়াড় যুব সমাজের আয়োজনে কয়লারদিয়াড় বাবু মোড় ফুটবল একাদশ বনাম শাহাবাজপুর ভোলামারি ইয়াং স্টার ফুটবল একাদশ অংশ গ্রহন করে জয় লাভ করে কয়লারদিয়াড় বাবু মোড় ফুটবল একাদশ ।
ফাইনাল খেলায় শ্যামপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিজামুল হক রানা,
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,
সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ জেনারুল ইসলাম সহ আরও অনেকে।
খেলা শেষে বঙ্গবন্ধু টুর্নামেন্টের বিজয়ী দলের মাঝে চাম্পিয়ান ট্রপি ও রানান আপ দলের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন :