1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে অতিরিক্ত কর আদায়ের অভিযোগ

মোঃ সিফাত রানা
  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন বসবাসকারীদের কাছে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার কানসাট আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মোবারকপুর ইউনিয়ন ভূমি অফিসে ডেকে

ভূমি উন্নয়ন কর নির্ধারিত ৪২ টাকা স্থলে ১৫০টাকা আদায় করেন ওই ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম।

সরেজমিনে জানা গেছে, কানসাট আশ্রয়ণ প্রকল্পে ৮৮টি পরিবার বসবাস করছেন।

সেখানে বসবাসকারীদের ফোন কল কর ডেকে ভূমি উন্নয়ন কর আদায় করছেন মোবারকপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম।

দেখা গেছে তিনি ভূমি উন্নয়ন কর নির্ধারিত ৪২ টাকার স্থলে ১৫০ টাকা করে আদায় করছেন।

এসময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি নির্ধারিত ৪২টাকা আদায় করছেন।

কিন্তু যাদের কাছে অতিরিক্ত কর আদায় করেছেন তাদের এক’শ টাকা করে ফিরিয়ে দিতেও দেখা গেছে।

এদিকে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,

আমাদেরকে ফোন কল করে ডেকেছে বাড়ির কাগজপত্র দিবেন এবং আইডি কার্ড, মোবাইল ও ১৫০ টাকা করে সাথে নিয়ে আসতে বলেন।

আমরা অফিসারের কথা মতো এসব নিয়ে আসি।

কিন্তু ১৫০ টাকা দেয়ার পর ওই অফিসার বলেন, এখন আপনাদের নাম কম্পিউটারের দেয়া হলো চলে যান।

আমরা গিয়ে আপনাদের কাজগুলো দিয়ে আসবো।

এব্যাপারে মোবারকপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম নবান্ন টিভিকে বলেন,

ভূমি উন্নয়ন কর হিসাবে ৪২ টাকা কর নিচ্ছি এবং কিছু কাগজপত্র আনতে যে খরচ হয়েছে সে জন্য তাদের কাছে ১০০ টাকা করে চেয়ে নিচ্ছি।

আপনারা যদি চান তাহলে তাদের টাকা ফেরত দিবো।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন নবান্ন টিভিকে বলেন,

আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের কাছে কোন প্রকার টাকা কেউ নিতে পারবে না। তিনি কেনো টাকা নিচ্ছেন এবং কি বিষয়ে টাকা নিচ্ছেন তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ।

পরবর্তীতে তিনি আরও জানান, ভূমি উন্নয়ন কর নির্ধারিত ৪২ টাকা নিতে পারবেন।

এর বেশি নিতে পারবে না। যদি তা নিয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com