1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রূপগঞ্জে ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

রূপগঞ্জে ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১২ বার পঠিত
রাউন্ড

আজ ১৪/০৮/২০২৩ ইং সোমবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট হাইওয়ে মহাসড়কের ভূলতা গোলাকান্দাইল বাস স্ট্যান্ড মোড় থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ মিঠু মাহমুদ (৩৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানাধীন ভূলতা ফাঁড়ির পুলিশ এ এস আই সিহাব।

এসময় তার সাথে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠু মাহমুদ চাঁদপুর সদর থানার বিষনদী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

পরে এই বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,

প্রতিদিনের মত ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের বিভিন্ন জায়গায় আকর্ষিক ভাবে চেকপোস্ট করা কালীন সময় গোলাকান্দাইল সাওঘাট মাড়ে এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় পুলিশ।

এসময় পুলিশ দেখে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চলে যাবার চেষ্টা করলে মোটরসাইকেলটির গতিরোধ করে পুলিশ।

সন্দেহজনকভাবে আটক করা হয় মোটরসাইকেল আরোহী মিঠু মাহমুদকে।

এসময় তার কাধে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৩ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান,

একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

দুপুরে আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রাউন্ড

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com