নাটোরে গুরুদাসপুর উপজেলায় শ্রীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় পাঁচ বখাটেকে পুলিশে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এ ঘটনায় মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে খুবজীপুর-বানবাড়ীয়া সড়কে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় পাঁচ বখাটেকে আটকের পর স্কুলে নিয়ে যান স্থানীয়রা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ বখাটেতে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দুলাল ফকির এবং উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি সুবাশিষ কবীর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন :