চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১০টি চোরাই বাইসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুরের রাজিব আলী ওরফে সাজু (১৯), একবরপুর (বর্তমানে তর্তিপুর গুচ্ছগ্রাম) এর রনি বাবু (৩২),
একবরপুর গ্রামের পলাশ আলী (৩২) ও কালীগঞ্জ নামোটোলার শরিফুল ইসলাম (৩৫)।
জানাগেছে,
৯ জুলাই দুপুর আড়াটার দিকে শিবগঞ্জ বাজার এলাকায় মিজানুর রহমানের বাড়ির সামনে গাড়ী রাখার গ্যারেজ থেকে ১টি পুরাতন হিরো বাইসাইকেল চুরি হয়।
এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি চুরি মামলা রুজু হয়।
প্রকাশ্যে দিবালোকে বাড়ির সামনে থেকে চুরির ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে।
মামলা দায়ের হবার পর থেকেই শিবগঞ্জ থানা পুলিশ চোরাই বাইসাইকেল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত পূর্বক গ্রেপ্তারের জন্য তৎপর হয়ে উঠে।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম নির্দেশক্রমে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে
মামলার তদন্তকারী অফিসার এসআই সাইফুল ইসলামসহ শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল
তথ্য-প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে ১৪ জুলাই শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত রাত) সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৭ টা পর্যন্ত শিবগঞ্জের একাধিক স্থানে
ধারাবাহিক অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শিবগঞ্জ থানা পুলিশ।
এ সময় চোরদের হেফাজত হতে চুরি হওয়া হিরো বাই সাইকেলটিসহ মোট ১০টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদাণ করে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন :