চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে
এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় তিনি বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান শিক্ষা-দীক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। মূল্যবোধ সম্পন্ন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হোক।
তাদের সে প্রত্যাশা পূরণে সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনের তোমরা ভবিষ্যত।
একদিন তোমরাই দেশ চালাবে। কাজেই নিজেরা যা শিখছ তা সবার মাঝে ছড়িয়ে দাও। শেখ হাসিনা দেশপ্রেম ও দেশে শিক্ষার হার বাড়াতে বদ্ধ পরিকর।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া।
জেলা কৃষকলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,
বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যরা।
স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
আরও পড়ুন :