1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মধুমতি সংস্থা থেকে টাকা ফেরত পেতে অবস্থান কর্মসূচি গ্রাহকদের — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

মধুমতি সংস্থা থেকে টাকা ফেরত পেতে অবস্থান কর্মসূচি গ্রাহকদের

মোঃ সিফাত রানা
  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১১৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় জমা রাখা ৩৫ হাজার গ্রাহকের ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শত শত গ্রাহক।

মঙ্গলবার (৪ জুন)  সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে এনজিওটির প্রতারিত গ্রাহকরা ছাড়াও এর বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

প্রায় ৮ মাস থেকে বেতন পাচ্ছেন না বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তারা ৩৫ হাজার গ্রাহকের জমানো ১০৫ কোটি টাকা ফেরতের দাবি জানান।

এছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উল্লেখ্য, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মাসুদ রানা গত বছরের ১৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজের টোলঘরের সামনের রাস্তা থেকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েন।

তিনি জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

 

আরও পড়ুন

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com