চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বাঙাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি সন্তোষপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়িতে থাকা টেলিভিশনে ডিস সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয় তুহিন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত কিশোরের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহের সুরতহাল রিপোর্ট করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন