রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজবাড়ী থেকে কোনো বাস ঢাকা যায়নি আবার ঢাকা থেকে কোন বাস রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়েও আসেনি।
এতে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
জানা গেছে, রাজবাড়ীর ওপর দিয়ে শ্যামলী পরিবহনের বাস চলাচলে বাধা দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি।
তার জেরে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেয় শ্যামলী পরিবহনের শ্রমিকেরা।
রাজবাড়ী থেকে অন্তত ৫০টি ট্রিপ বাস চলাচল করে ঢাকায়। সম্প্রতি ঢাকার শ্যামলী পরিবহনের কিছু বাস অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করে।
এতে রাজবাড়ীর বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সোমবার শ্যামলী পরিবহনের একটি বাস রাজবাড়ীর ওপর দিয়ে যাওয়ার সময় আটক করে রাখে রাজবাড়ীর বাস মালিক সমিতি।
এরই প্রতিক্রিয়ায় ঢাকার গাবতলী বাস টার্মিনালে রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেয়াসহ সব কাউন্টার বন্ধ করে দেয়। এরপর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান,
গাবতলী বাস টার্মিনালে তাদের কাউন্টারগুলো খুলে দিলেই বাস চলাচল পুনরায় শুরু হবে।
আরও পড়ুন :