1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে নরসিংদীতে সুজনের মানব বন্ধন
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে নরসিংদীতে সুজনের মানব বন্ধন

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮১ বার পঠিত
রাজনৈতিক

বিরাজমান রাজনীতির সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে সুজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ সকাল ১১ টা থেকে ঘন্টাকালব্যাপী নরসিংদ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,রাজনৈতিক দলসমূহ সরকারের পদত্যাগের এক দফা দাবী নিয়ে আন্দোলন শুরু করেছে।

রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। রাজপথে সংঘর্ষ ও প্রাণীহানির ঘটনাও ঘটছে।

এমতাবস্তায় সুজন মনে করে যে,

রাজনৈতিক দলসমূহ যদি অবিলম্বে তাদের অবস্থান পরিবর্তন না করে বা তাদের মধ্যে যদি সমঝোতা না হয়,

তবে সামনের দিনগুলোতে জাতিগতভাবে আমরা চরম সাংঘাতিক পরিস্থিতির দিকে ধাবিত হতে পারি।

তাই সুজন চায়, রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পারস্পরিক সমঝোতা।

রাজনৈতিক দলসমূহকে আলাপ-আলোচনার মধ্যে দিয়েই সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ এবং সমঝোতাসূত্র নির্ধারণ করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,

নরসিংদী প্রেসক্লাব কোষাধক্ষ মো: জয়নুল আবেদীন, নরসিংদী প্রেসক্লাব সহ সম্পাদক সাংবাদিক মনজিল এ মিল্লাত,

বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ খন্দকার, জেলা সুজন নেতা মোঃ দেলোয়ার হোসেন ভূঞা,

জেলা সুজন সম্পাদক হলধর দাস,

নরসিংদী জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: সোহেল এস হোসেন ও সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা,

জেলা সুজন নেতা মোস্তাক আহমেদ ভূঞা, পলাশ শাখা সুজনের সম্পাদক মোঃ নাসিম আজাদ,

জেলা সুজন নেতা সাংবাদিক মোঃ হোসেন আলাী, জেলা সুজন নেতা সাংবাদিক সানজিদা আক্তার রুমা,

সাংবাদিক মোঃ জসীম উদ্দিন,সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ,সাংবাদিক মো: আল আমিন প্রমুখ।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com