1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর — Nobanno TV
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫৬ বার পঠিত
যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ এক কিশোর

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদে দাদা বাড়িতে বেড়াতে এসে যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ হয়েছে তাওহীদ আদনান আপন (১৬) নামে এক কিশোর।

সে জামালপুর জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আপন দেওয়ানগঞ্জ পৌরসভার চিকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জামালপুর থেকে দেওয়ানগঞ্জে দাদার বাড়ি বেড়াতে আসে তাওহীদ আদনান আপন।

সেখান থেকে কুড়িগ্রামের রাজিবপুরে ফুপুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল।

কিন্তু সেখানে না গিয়ে আপনসহ ৩ বন্ধু মিলে বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এলাকায় যমুনা নদীর ফুটানিবাজার ঘাটে ঘুরতে যায়।

সেখানে নৌ-টার্মিনালের জেটির উপর গিয়ে টিকটক করার জন্য বিভিন্নভাবে ছবি তুলতে থাকে তারা।

ছবি তুলতে গিয়ে একপর্যায়ে তিন বন্ধু নদীতে পড়ে ডুবে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও আপনকে খুঁজে পায়নি।

উদ্ধারকৃত দুজনের মধ্যে সৌরভ আলীফ নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অপরজনের পরিচয় জানা যায়নি, তবে সে সুস্থ আছে। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, যমুনা নদীতে টিকটক করতে এসে তিন বন্ধু নদীতে পড়ে যায়।

তাদের মধ্যে আপন এখনো নিখোঁজ আছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

সংবাদ পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ও ডুবুরি দলের লিডার খায়রুল আলম বলেন, খবর পেয়ে সন্ধ্যার পর থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

আমরা আপ্রাণ চেষ্টা করেও নিখোঁজের সন্ধান পাইনি।

অন্ধকারের কারণে রাত ৮টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আজ রোববার ভোর ৬টায় আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com