চাঁদপুরের মতলব উত্তরের হানিরপারে ঝুঁকিপূর্ণ কাঠেরপুল দিয়ে এক পৌরসভা ও এক ইউনিয়নের হাজার হাজার মানুষ পার হয়।
বছরের পর বছর ভোগান্তি নিয়ে যাতায়াত করলেও সেখানে ঝুকিপূর্ন কাঠেরপুল মেরামত করা হয়নি। এতে এলাকাবাসী সহ পথচারীরা ভোগান্তিতে পড়ছে।
এলাকাবাসী জানান,
পুলটি মেরামতের জন্য বরাদ্ধ দেওয়া হলেও ঠিকাদারের গড়িমসির কারনে মেরামতের কাজ হচ্ছে না।
তারা আরো জানান, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়নের মধ্যেবর্তী খালের উপর একটি পুরাতন কাঠের পুল রয়েছে।
এ কাঠের পুল দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও পথচারীরা প্রতিনিয়ত আসা যাওয়ার করছে।
বিশেষ করে ছেংগারচর পৌরসভার জোরখালী, বারোআনী ও কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড়, পশ্চিম হানিরপাড়, কলাকান্দা গ্রামের লোকজন।
দৈনিক হাজার হাজার লোক পাড় হয় এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে।
বছরের পর বছর ঝুঁকিপূর্ন কাঠেরপুল মেরামতের দাবি করলেও আজ পর্যন্ত আশ্বাসই জুটেছে। কাজের কাজ কিছুই হয়নি।
পূর্ব হানিরপাড় গ্রামের এক ৬৫ বছর বয়স্ক কৃষাণী জুলেখা বেগম বলেন, ওপারে আমাদের জমি আছে।
এই জমি দেখাশোনা করার জন্য ওপারে যেতে হয়। এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে যেতে অনেক কষ্ট হয়। কিছু দিন আগে আসার সময় পরে গিয়ে অনেক ব্যাথা পেয়েছি।
একই গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, কৃষি কাজের জন্য ওপারে জমির কাজ করতে যেতে হয়। ঝুঁকিপূর্ন এই কাঠেরপুল দিয়ে বোজা নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
এলাকাবাসীরা মনে করছেন, কাঠেরপুলটি অতিদ্রুত মেরামত করতে হবে। তা নাহলে যেকোন সময় ভেঙে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে প্রানহানির ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী মনির হোসেন জানান, ইতিমধ্যে এই কাঠেরপুল মেরামতের জন্য টেন্ডার হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার খুব শীগ্রই কাজ করবে।
এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানানের প্রোপাইটর আল-আমীন ফরাজিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন :