1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, ডুবছে বাড়িঘর — Nobanno TV
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ, ডুবছে বাড়িঘর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পঠিত
ভারি বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধটি ভেঙে যায়। ফলে লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানি। কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বেড়িবাঁধে গর্তের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনীর একটি দল এসে গর্তটি বন্ধের চেষ্টা করে। ওই সময় পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে বাঁধের ওপর দিয়ে অপরপ্রান্তে দিয়ে পানি প্রবেশ করতে থাকে। সর্বোচ্চ চেষ্টা করেও বন্ধ করতে পারেননি সেনা সদস্যরা। পরে সবাই ফিরে আসেন। পানির প্রবাহের ফলে একপর্যায়ে ভেঙে পড়ে বাঁধের অংশ। বাঁধ ভাঙার ফলে জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ইতোমধ্যেই বুড়িবুড়িয়া, গাজীপুরসহ সব এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। নবান্ন টিভি  

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com