বরিশালের বানারীপাড়া পৌর শহরে অবস্থিত ও উপজেলার সর্বত্র বিস্তৃত স্বেচ্ছাসেবী সংগঠন বানারীপাড়া ব্লাড ব্যাংক।
শুক্রবার (১৪ই জুলাই) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে গ্রীন লাইন হসপিটালের ৩য় তলার একটি সুসজ্জিত কক্ষে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়।
প্রতিষ্ঠানটির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমন,প্রধান আলোচক উপস্থিত ছিলেন মো: রুবেল ডাকুয়া প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির হোসেন(সহ-সভাপতি প্রেসক্লাব),মিজানুর রহমান,কানাই চন্দ্র শীল,ডাক্তার হাছনেইন হোসাইন,
সাংবাদিক রত্তন দাস,মো রাজীব চোকদার (প্রতিষ্ঠাতা, দেশ মানব কল্যান সংস্থা),ফিরোজ সরদার(সহ-সভাপতি দেশ মানব কল্যাণ সংস্থা),
ডাক্তার জয় সাহা,মো শাহীন হোসেনসহ অন্যান্য অতিথিবর্গ।সার্বিক সহযোগিতায় ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি
ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের সাথে ২১সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ কমিটির সকল সদস্য।
সাংগঠনিক সম্পাদক মো সাব্বির হোসেনের সঞ্চালনায় অয়োজনে উপস্থিতিদের মধ্যে
প্রধান উপদেষ্টা আব্দুস সালাম বলেন “মানুষ মানুষের জন্য” আর আমাদের সংগঠনের তরুনরা দেশ ও মানবতার সেবায় এক ধাপ এগিয়ে থাকবে।
এদিকে সাংবাদিক জাকির হোসেন সকলের উদ্দেশ্যে বলেন বর্তমান সামাজে তরুণরা যেভাবে মাদকে দিকে ধাবিত হচ্ছে,
সেদিকে তাকলে দেখা যায় এই সংগঠনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী হয়ে নিরলস পরিশ্রম করছে মানবতার টানে।
আরো বলেন আমি অঙ্গিকারবদ্ধ হলাম মানবসেবী সংগঠনটির পাশে আমি থাকবো।
বিকাল পৌনে ছয়টার দিকে দোয়া মোনাজাত ও সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন
আরও পড়ুন :