ভোলায় চাকরি আশায় প্রতারনায় পড়ে নিঃস্ব এক অসহায় বিআইডব্লিউটি এর অবসরপ্রাপ্ত কর্মচারী কাঞ্চন আলীর পরিবার।
গত ২৭-১১-২০১৯ ইং তারিখের নিয়োগ পত্রের মাধ্যমে মেস ওয়েটার পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়,
এবং তাদের কাছ থেকে ২৮-১১-২০১৯ তারিখে IFIC ব্যাংকের চেকের মাধ্যমে ৭ লক্ষ টাকা নেওয়া হয় পরবর্তীতে যখন বুঝতে পারলো যে তারা প্রতারক চক্রের হাতে পড়েছেন ওই পরিবারটি তখন টাকা ফেরত চাওয়া হয়, কিন্তু তারা টাকা না দিয়ে পরিবারের সদস্যদের উপর ভয়ভীতি প্রদর্শন করেন প্রতারক চক্র।
পরিবরটি টাকা পেতে তাদের বিরুদ্ধে প্রতরনা মামলা করেন, ভোলা দায়রা জজ আদালতে গত ৩১-০৩-২০২১ইং তারিখে।
আদালতে প্রতারনা মামলার করায় কাঞ্চন আলীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছে তিন প্রতারক ভুয়া প্রতারকের খপ্পড়ে পড়ে কাঞ্চন আলীর চাকুরি জীবনের শেষ সম্বল হারিয়ে পড়েছে দূরভোগে।
বিআইডব্লিউটি এর অবসরপ্রাপ্ত কর্মচারী তার পরিবার বহু চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে আদালতের শরণাপন্ন হয়।
১নং প্রতারক
মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী (খোকন)
পিতা: রফিকুল হক চৌধুরী,
মাতা: রাবেয়া খাতুন,
স্ত্রী: পারভীন আক্তার
বর্তমান ঠিকানা: কালিবাড়ী রোড, ভোলা।
২নং প্রতারক
মোঃ মনিরুল ইসলাম
পিতা: নুরুল ইসলাম
মাতা: মোসাম্মৎ জিন্নাত বেগম
স্ত্রী: বিবি খাদিজা
ঠিকানা: চরনোয়াবাদ, ৯নং ওয়ার্ড
৩নং প্রতারক
মোঃ জিয়াউল হক বাবলু
পিতা: আবুল কালাম
মাতা: রাশিদা বেগম
স্ত্রী: জিয়াসমিন
ঠিকানা: চরনোয়াবাদ, ৮নং ওয়ার্ড
এই প্রতারক চক্রের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
পরিবারটির প্রানের দাবি শুধু এইটুকু যে তাদের শেষ সম্বল টাকাগুলো যাতে ফেরত পায় এই আশায় তাঁরা দিন কাটাচ্ছে, এবং তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যেন তাদের সঠিক বিচারটি আদালতে হয়।
অভিযোগের সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালী গ্রামের বাসিন্দা এই পরিবারের, তাই তারা সর্বস্তরের কাছে অনুরোধ করেছে যে তাদের টাকাগুলো ফেরত পায়
আরও পড়ুন :