বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায়।
জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে। বিভিন্ন মসজিদে দুটি করে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।
সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের সকল জামাত আয়োজন করা হয়েছে।
নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
সম্ভাব্য বৃষ্টি বিবেচনায় ঈদগাহে মুসুল্লিদের জন্য যথাযথ ব্যবস্থা করেছে সিটি করপোরেশন। বিদায়ী মেয়র, নবনির্বাচিত মেয়র, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান,
বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লি প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে ধারণা পাওয়া গেছে।
জেলার সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। নগরীর সিএন্ডবি রোডের জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
জেলার উজিরপুরের গুঠিয়ায় বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
নগরীর জামে কসাই মসজিদে ঈদের জামাত অনুষ্ঠত হবে সকাল ৮টা ও ৯টায়। আরও কয়েকটি মসজিদে আয়োজন করা হয়েছে দুটি জামাতের।
সকাল ৭টা থেকে ৯টার মধ্যে বেশিরভাগ ঈদ জামাত সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মো. নুরুল ইসলাম।
এদিকে ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আরও পড়ুন :