পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনসহ মোট ৪৪ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত জেলায় মোট ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাসা ফিরেছেন।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
বেশির ভাগ রোগী ঢাকা থেকে ঈদুল আজহায় বাড়িতে আসা মানুষ।
বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রভাব দেখা গেলেও এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও আমাদের পর্যাপ্ত পরিমাণ সেলাইনসহ ওষুধ রয়েছে।
বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ২২টি বেড রয়েছে।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বলেন, পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
তবে রোগীরা যাতে সঠিকভাবে চিকিৎসা পান, সে জন্য আমরা সজাগ রয়েছি।’
আরও পড়ুন :