পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের পাঠশালা এর উদ্যোগে বরিশাল জেলার গুঠিয়া ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হল,
যে একটি গাছ লাগালো, সে একটি আশা তৈরি করলো।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুঠিয়া ইউনিয়নকে সুন্দর করতে প্রতিবছরই চলে জ্ঞানের পাঠশালার বৃক্ষরোপন অভিযান।
এ বছরও তার ব্যাতিক্রম হয়নি।
গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল ও বাজার, হাসাপাতালসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ফলের গাছ রোপন করা সম্পন্ন হলো
এর মাধ্যমে বাংলাদেশের পরিবেশ রক্ষা করা, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা
জনসংখ্যার অধিক চাপে ফসলি জমির উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি, কাটা হচ্ছে গাছপালা।
তাই পরিবেশ আজ হুমকির মুখে। ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি উজার হতে থাকলে
প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সবুজ শ্যামল এই দেশটা আগের মত নেই।
যেসব গুণের কারণে আমাদের এদেশকে সবুজ শ্যামল বলা হতো তাহলো চারদিক ঘন গাছপালা
আর সবুজের সমাহোর এখন সেই সবুজ শ্যামল রুপ খুব কমই চোখে পড়ে।
গাছপালা ও ফসলী জমি ধ্বংসের পথে। এভাবে গাছপালা কমতে থাকলে মানুষ অক্সিজেনের অভাবে ভুগবে ।
বিশুদ্ধ বাতাসের অভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে।
এর ফলে গাছপালা নিধন বন্ধ করতে হবে, বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। তবেই আমাদের দেশ আবার সত্যিকার রূপের সবুজ শ্যামল হয়ে উঠবে।
তাহারি ধারাবাহিকতায় সাধারন স্থানীয় বাসিন্ধারা তাদের কে ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছে এতো সুন্দর উদ্যেগ নেওয়ার জন্য জ্ঞানের পাঠশালার সকল পরিচালক মন্ডলিকে,
যাদের অক্লান্ত পরিশ্রমে বৃক্ষরোপন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে ।
আরও পড়ুন :