1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৫১ বার পঠিত
বরিশালে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালে গৌরনদী উপজেলায় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

বার্থী বাসস্ট্যান্ডে আজ সোমবার সকালে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়।

এ সময় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন,

গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ১০ কেজি গাঁজা নিয়ে ফেনী থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স আজ সকালে উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারার উদ্দেশে রওনা দিয়েছে।

খবর পেয়ে বরিশাল গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করতে থাকে।

কাজী ওবায়দুল কবির আরও বলেন,

সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সটি পৌঁছালে সেটাকে আটকে তল্লাশি চালানো হয়।

অ্যাম্বুলেন্সে লাশ রাখা স্থানের নিচে দুটি কার্টন থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক দুজন হলেন অ্যাম্বুলেন্সচালক ফেনীর সোনাগাজী উপজেলার চারককান্দিয়া এলাকার ছেলে সাগর রায় (২৬) ও চালকের সহকারী একই উপজেলার চরকান্দিয়া এলাকার আবদুল্লাহ আলরাফি (২১)। এ ঘটনায় তাঁরা মামলা করবেন।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com