1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বন্ধ হওয়া জুটমিল চালুর জন্য উদ্যোক্তাদের গিয়ে আসার আহ্বান- নানক — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

বন্ধ হওয়া জুটমিল চালুর জন্য উদ্যোক্তাদের গিয়ে আসার আহ্বান- নানক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬২ বার পঠিত

বন্ধ হওয়া জুটমিলগুলো চালু করার জন্য দ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নক বলেছেন, যারা মিল লিজ নিয়েছেন, জ করছেন না ফেলে রেখেছেন, গরু লবেন, আর গরুর দুধ খাবেন, তা হবে না। লগুলো বন্ধ থাকতে পারে না। স্ত্র ও পাট মন্ত্রী বলেন, ভাল বীজ ছাড়া, ভালপাট উৎপাদন সম্ভব নয়। ভাল বীজ ছাড়া, ভাল ট যদি না হয়, তাহলে ভাল দাম পাওয়াও সম্ভব য়। আমাদেরকে শতকরা ৭৫ ভাগ বীজ

পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, মদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫% টবীজ আমার দেশে উৎপাদন হয়। বস্ত্র ও টমন্ত্রী আরও বলেন, যদি পাটের ন্যায্যমূল্য হয়, তাহলে কৃষকরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্তভোগীদের হাত কে মুক্ত করে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত রতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে। ধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও ট মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর বির নানক-এমপি এ কথা বলেন।

আজ সকালে নরসিংদী বাংলাদেশ শিশু কাডেমিতে বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট টশিল্পের বাংলাদেশ এই স্লেঅগানকে সামনে খে পাট অধিদপ্তর ও পাট মন্ত্রনালয়ের আয়োজনেজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থপনায় পাটচাষী, মিল মালিক ও ব্যবসায়ীদের সাথে টখাত সংশ্লিষ্ট অংশীজনের সাথে তবিনিময় সভায় নরসিংদী জেলা প্রশাসক ড. দিউল আ‘লম এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে রো বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের সদ সদস্য লে.কর্ণেল (অব:) মোহাম্মদ জরুল ইসলাম হিরু

(বীরপ্রতিক),নরসিংদী-২ সংসদ সদস্য ও দস্য বস্ত্র পাট মন্ত্রণালয় সর্ম্পকিত সদীয় স্থায়ী কমিটি সদস্য ডা. নোয়ারুল আশরাফ খান দিলীপ(এমপি), রক্ষিত মহিলা আসন-৩৫ এর সংসদ সদস্য রিদা ইয়াসমিন, বস্ত্র পাট মন্ত্রণালয় সচিব মো: আব্দুর রউফ, পাট অধিদপ্তর হাপরিচালক জিনাত আরা, নরসিংদী জেলা লিশ সুপার মোস্তাফিজুর রহমান পিএম,নরসিংদী জেলা আওয়ামীলীগ ভাপতি জি.এম তালেব হোসেন, নরসিংদী লা আওয়ামী লীগ সাধারন সম্পাদক লহাজ¦ পীরজাদা কাজী মোহাম্মদ আলী, তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ স্তফা মনোয়ার,নরসিংদী সদর উপজেলা রিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, দী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমা সুলতানা নাসরীন, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী-মো: গোলাম মুত্তাকিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিজান হোসেন, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক আনিসুর রহমান ভূঞা, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী সাবেক ভিপি মিঞা মোহাম্মদ মঞ্জু,নরসিংদী কলেজ এর সাবেক জিএস এস এম কাইয়ুম, হিরু এমপির
পিএস নাজমুল ইসলাম পিন্টু, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন আহমেদ । পরে মতবিনিময় সভা শেষে দুপুরে নরসিংদী পৌর পার্কে ৩দিন ব্যাপী বহুমুখি পাটপণ্য মেলার ষ্টল পরির্দশন শেষে মেলা শুভ উদ্ধোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক-এমপি।

অপরদিকে তিনি নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন এবং শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিল পরিদর্শন করেন।

 

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com